Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কলারদোয়ানিয়ার বিখ্যাত বিল
বিস্তারিত

কলারদোয়ানিয়ার বিখ্যাত এই বিলটি মুগারঝোরে অবস্থিত। অনেক বিস্তৃত এলাকা নিয়ে এই বিলটি অবস্থিত।এই বিলে অনেক গভীর পানিতে ভরা থাকে। চারিদিকে শুধু পানি পানি পানি। এই বিলেটিতে এমনেই অনেক পারি থাকে আর বষাকালে পানিতে থৈ থৈ করে আরও বেশি। এখানকার মানুষের চলাচলের জন্য শুধু নৌকা ব্যবহার করে। নৌকায় যাতাযাত ও ব্যবসা মাছ ধরা সহ যাবতীয় কাজকম করে থাকে।

এই বিলে সারিবব্দ ভাবে ভাসমান সবজি চাষ করা হয়। এই বিল অঞ্চল এলাকার মানুষদের একমাত্র কাজ হল ভাসমান বসজি চাষ করা। তাছাড়া এই বলে প্রচুর মাছ পাওয়া যায় যেমন শিং কৈ, মাগুর বোয়াল এছাড়াও নাম নাজানা অনেক মাছ। এই বিল অঞ্চল মানুয়ের মাছ ধরাও একটা পেশা। এই বিলে রাশি রাশি শাপলা ফুল ফোটে দেখতে অনেক সুন্দর। পানির মধ্যে শাপলা ফুল দুলছে এই বিলে বছরের অনেক সময় পানি থাকে তাই কৃষকদের অনেক কষ্ট হয় তারপরও তারা বসে না থেকে আধুনিক পদ্বাতিতে সবজি চাষ করে জীবিকা উপাজন করে।

বষার দিনে এই বিলে ঘুরতে অনেক মজা বিশাল জলরাশির মধ্যে পানি আর পানি। নৌকায় ঘুরতে অনেক ভাল লাগে হালকা বাতাস পানির মধ্যে শন শন করে যেদিতে তাকায় শুধু পানি।তাছাড়া এই বিলে মানুষের ঘর বাড়ি ঘুলে অনেক দুরে দুরে। এই বিলের পানি অনেক পরিষ্কার এবং সচ্ছ পানির নিচের দিকে তাকালে পানির তলার ঝিনুক শামুক আরও অনেক কিছু দেখা যায়।

কলারদোয়ানিয়ার বিখ্যাত এই বিলটি মুগারঝোরে অবস্থিত। অনেক বিস্তৃত এলাকা নিয়ে এই বিলটি অবস্থিত।এই বিলে অনেক গভীর পানিতে ভরা থাকে। চারিদিকে শুধু পানি পানি পানি। এই বিলেটিতে এমনেই অনেক পারি থাকে আর বষাকালে পানিতে থৈ থৈ করে আরও বেশি। এখানকার মানুষের চলাচলের জন্য শুধু নৌকা ব্যবহার করে। নৌকায় যাতাযাত ও ব্যবসা মাছ ধরা সহ যাবতীয় কাজকম করে থাকে।

এই বিলে সারিবব্দ ভাবে ভাসমান সবজি চাষ করা হয়। এই বিল অঞ্চল এলাকার মানুষদের একমাত্র কাজ হল ভাসমান বসজি চাষ করা। তাছাড়া এই বলে প্রচুর মাছ পাওয়া যায় যেমন শিং কৈ, মাগুর বোয়াল এছাড়াও নাম নাজানা অনেক মাছ। এই বিল অঞ্চল মানুয়ের মাছ ধরাও একটা পেশা। এই বিলে রাশি রাশি শাপলা ফুল ফোটে দেখতে অনেক সুন্দর। পানির মধ্যে শাপলা ফুল দুলছে এই বিলে বছরের অনেক সময় পানি থাকে তাই কৃষকদের অনেক কষ্ট হয় তারপরও তারা বসে না থেকে আধুনিক পদ্বাতিতে সবজি চাষ করে জীবিকা উপাজন করে।

বষার দিনে এই বিলে ঘুরতে অনেক মজা বিশাল জলরাশির মধ্যে পানি আর পানি। নৌকায় ঘুরতে অনেক ভাল লাগে হালকা বাতাস পানির মধ্যে শন শন করে যেদিতে তাকায় শুধু পানি।তাছাড়া এই বিলে মানুষের ঘর বাড়ি ঘুলে অনেক দুরে দুরে। এই বিলের পানি অনেক পরিষ্কার এবং সচ্ছ পানির নিচের দিকে তাকালে পানির তলার ঝিনুক শামুক আরও অনেক কিছু দেখা যায়।