Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 

 

 ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ

1|                   সভা সমাবেশ।

2|                  গ্রাম আদালত পরিচালনা

3|                 বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ।

4|                   নিরক্ষরতা দূরীকরন

5|                  সবার জন্য শিক্ষা নিশ্চিত করণ

6|                  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

7|                  রাস্তা, ব্রীজ, কালবার্ড, পাকা রাস্তা, সাকো, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও মেরামত,।

8|                  সেনিটেশন ,পয়ঃনিষ্কাশন ব্যবস্থ।

9|                  পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি।

10|               এইচ আই ভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

11|               নিজস্ব রাজস্ব আয়।

12|              জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ।

13|              সাধারণ নাগরিক সেবা।

14|               দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত কার্যক্রম।

15|              ত্রাণ সংক্রান্ত কার্যক্রম।

16|              বিভিন্ন আদেশের মাধ্যমে সরকার নির্ধারীত কার্যক্রম।

17|               আইন-শৃংখলা সংক্রান্ত।

18|              ত্রাণ সংক্রান্ত(ভিজিডি/ভিজিএফ/জি,আর/অন্যান্য) কার্যক্রম বাস্তবায়ন।

19|               দূর্যোগজনিত ঝুকিহ্রা্স সংক্রান্ত কার্যক্রম।

20|              এলজিএসপি পরিপত্র মোতাবেক উন্নয়নমূলক কার্যক্রম।

21|              এলজিইডি সংক্রান্ত কার্যক্রম।

22|             অতি দরিদ্র্দের জন্য কর্মসংস্থান কর্মসূচী সংক্রান্ত কার্যক্রম।

23|             খাদ্য ও দূর্যোগ মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক উন্নয়নমূলক কার্যক্রম(টি,আর/কাবিখা/কাবিটা/অন্যান্য)

24|              ইউনিয়ন পর্যায়ের সকল ধরণের প্র্শাসনিক কার্যক্রম(গেজেট মোতাবেক নির্ধারিত)।

25|             রাস্তা ঘাট পরিস্কার পরিচ্ছন্নকরনসহ ইউনিয়নাধীন পরিচ্ছন্ন ব্যবস্থা করা।

26|             ইউনিয়নাধীন জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতি করন।

27|              সরকারি সকল দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা ও তাহাদের চাহিত তথ্যাদি যথাসময়ে সরবরাহ করা।

28|             জনগণের সুপেয় পানীয় জলের ব্যবস্থা করা।

29|              ইউপি’র উপর নাসত্ম গেজেট মোতাবেক সকল কার্যক্রম।