বেলুয়া নদী একটি বিখ্যাত নদী এই নদী অনেত গভীরতম প্রস্স্থ িকম হলেও অনেক গভীর এই নদী দিয়ে অনেক মানুষ বানিজ্য ভাবে যাতায়াত করে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এই নদীর তীরে এই নদীতে অনেক মাছ ধরার নৌকা ট্রলার জাহাজ চলাচল করে। ছোট বড় অনেক নৌকা ট্রলার চলে মাছ ধরার জন্য অথবা মালামাল নিয়ে যাতায়াত করে। এই নদীর তীরে অনেক মানুষের ঘর আছে। ছোট ছোট ছেলেমেয়েরা এই নদীতে সাতার কাট এই নদীতে মানুষ নৌতায় ঘুরতে আসে । অনেকে নৌতায় মাছ ধরে জেলেরা এই নদীতে মাছ ধরে ঝীবকিা নির্বূাহ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস